Government Develops Its Own WhatsApp: হোয়াটসঅ্যাপ অতীত, ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ- \'সম্ভার- সন্দেশ\' নিয়ে হাজির কেন্দ্র

2021-02-19 1

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা লঙ্ঘন নিয়ে তর্ক-বিতর্কের ইতি টানতে ময়দানে নামছে কেন্দ্র, বাজারে আসছে মেসেজিং অ্যাপের এক নতুন ভার্সন। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফে এই বিষয়টির সত্যতা যাচাই করেছে ইতিমধ্যেই, বেটা স্টেজে চলছে দু\'টি অ্যাপের পরীক্ষা-নিরীক্ষা। সম্ভার এবং সন্দেশ, যার অর্থ হল \'বার্তালাপ\' এবং \'বার্তা\'- অ্যাপ দু\'টির নামকরণ আপাতত এটিই রাখা হয়েছে। তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফে বিবৃতি, \"ভারত সরকারের তরফে এই অ্যাপগুলি তৈরি করা হয়েছে। হোয়াটসঅ্যাপের মত এই দু\'টি অ্যাপই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ।\" এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য একটি বিশেষ অ্যাপ- GIMS (গভর্মেন্ট ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস)-র সূচনা করেছে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীরাই এই অ্যাপটির মাধ্যমে যোগাযোগ স্থাপন করবে। এই অ্যাপ দু\'টি ব্যবহারের সবথেকে বড় সুবিধে হল, আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়ার কোনও ভয় নেই। সম্ভার এবং সন্দেশ- এই দু\'টি অ্যাপই  বাজারে আনা হবে নাকি দু\'টি অ্যাপ মিলিয়ে একটি অ্যাপ তৈরি করা হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। বেটা স্টেজে রয়েছে দু\'টি অ্যাপই, যখনই অ্যাপটি ব্যবহারের জন্য একেবারে তৈরি হয়ে যাবে তখন দেশবাসীর উদ্দেশে অ্যাপটিকে লঞ্চ করবেন খোদ প্রধানমন্ত্রীই।